মাস্ক ছাড়া কাউকে পেলে আমি ওই দোকান বন্ধ করে দেবো : মেয়র আতিকুল

স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে মার্কেট ও দোকানপাট খুলে দেয়া হলেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মার্কেটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের বেশিরভাগ মাস্ক ছাড়া বেচাকেনা করছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় কোনো মার্কেটে ক্রেতা-বিক্রেতা মাস্ক না পরলে দোকান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।