পারটেক্স গ্রুপের সহায়তায় সংগীতাঙ্গনে খাদ্য উপহার গীতিকবি সংঘের

চলমান মহামারিতে পারটেক্স গ্রুপের এম এ হাসেম ট্রাস্টের সহায়তায় সংগীতশিল্পীদের পাশে দাঁড়িয়েছে গীতিকবি সংঘ। গত ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ১৫০ জন গীতিকবি, সুরকার, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীর বাসায় পৌঁছে দেওয়া হয়েছে এসব খাদ্যসামগ্রী।
এর আগে গীতিকবি সংঘের কাছে ১৫০ ব্যাগ খাদ্যসামগ্রী বুঝিয়ে দেন এম এ হাশেম ট্রাস্টের পক্ষে হেড অব পাবলিক রিলেশন রাশেদ চৌধুরী। সংঘের পক্ষ থেকে এসব বুঝে নেন দুই সাধপারণ সম্পাদক আসিফ ইকবাল ও কবির বকুল এবং সাংগঠনিক সম্পাদক জুলফিকার রাসেল।
আসিফ ইকবাল জানান, ঢাকার বাইরেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ধশতাধিক প্যাকেট পাঠানো হয় সংগীতের সঙ্গে জড়িত বিভিন্ন স্তরের শিল্পীদের কাছে।
জুলফিকার রাসেল বলেন, ‘এক বছরের বেশি সময় ধরে সংগীতাঙ্গনেসব শো বন্ধ। ফলে সংগীতের সঙ্গে জড়িত অসংখ্য বন্ধুদুঃসময়ে আছেন। মূলত সেই তাগিদ থেকেই পারটেক্স গ্রুপের সহযোগিতা নিয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি।’
খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল চার কেজি চাল (মিনিকেট), তিন কেজি আলু, তেল আধা লিটার, পেঁয়াজ দুই কেজি, সেমাই এক প্যাকেট, লবণ এক কেজি, পোলাও চাল এক কেজি, চিনি এক কেজি, ছোলা এক কেজি, মসুর ডাল এক কেজি এবং সাবান একটি।