শিরোনাম

South east bank ad

অবশেষে ঝালকাঠির নলছিটির সেই মা সুস্থ হয়ে বাসায় ফিরলেন

 প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

অবশেষে ঝালকাঠির নলছিটির সেই মা সুস্থ হয়ে বাসায় ফিরলেন

মোঃ রাজু খান (ঝালকাঠি):

অক্সিজেন সেচুরেশন ৭০ অবস্থায় মা-কে বাচঁানোর জন্য শরীরে ৮ লিটার মাত্রার চলমান ২০ কেজি ওজনের অক্সিজেন সিলিন্ডার বেঁধে যে বাইকে করে হাসপাতালে নিয়ে করোনার চিকিৎসা দিয়েছিল সন্তান, আজ সেই মমতাময়ী মায়ের অক্সিজেন সেচুরেশন ৯৬ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে সেই বাইকে করেই।

ঝালকাঠির নলছিটি উপজেলার মা রেহেনা পারভীন (৫০) সুস্থ অবস্থায় বাসায় ফিরেছেন- বিষয়টি নিশ্চিত করেছেন সন্তান জিয়াউল হাসান টিটু।

রোগীর অক্সিজেন সাপ্লাই ঠিক রাখতে শরীরের সঙ্গে গামছা দিয়ে অক্সিজেন সিলিন্ডার বেঁধে রেখেছিলেন। মোটরসাইকেলের পেছনে করোনায় আক্রান্ত মা বসে আছেন। সেই স্কুল শিক্ষিকা মাকে লকডাউনের সময় মোটরসাইকেলে করে গত শনিবার (১৭ এপ্রিল) বিকেলে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার ছেলে। আর এ দৃশ্য দেখতে পেয়ে মহাসড়কে থাকা চেকপোস্ট থেকে সেই করোনা রোগী বহন করা মোটরসাইকেলটিকে দ্রুত ও অবাধে যেতে দিয়েছে পুলিশ।

সেই মা রেহেনা পারভীন (৫০) সুস্থ অবস্থায় বাসায় ফিরেছেন। নিশ্চিত করেছেন সন্তান জিয়াউল হাসান টিটু।

করোনায় আক্রান্ত রেহেনা পারভীন ঝালকাঠির নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হাকিম মোল্লার স্ত্রী। রেহেনাকে বহনকারী মোটরসাইকেলের চালক হচ্ছেন তারই ছেলে জিয়াউল হাসান টিটু। টিটু আজ শুক্রবার সকালে মা'কে সুস্থ অবস্থায় নলছিটির বাসায় নিয়ে এসেছেন।

জিয়াউল হাসান টিটু বলেন, 'মাকে নিয়ে চিন্তিত ছিলাম। অবশেষে মা'কে সুস্থ অবস্থায় সাথে নিয়ে ৬ দিন পর বাসায় ফিরলাম। এরচেয়ে আনন্দের আর কি হতে পারে। আমি কৃতজ্ঞ সৃষ্টিকর্তার নিকট, কৃতজ্ঞ যারা সহযোগিতার জন্য পাশে ছিলেন।'

জিয়াউল হাসান টিটু জানান, গত বুধবার তঁার মার করোনা শনাক্ত হলে নলছিটির সূর্যপাশা বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গেলে লকডাউনের মধ্যেই মায়ের জীবন বঁাচাতে মোটরসাইকেলে টিটু নিজের শরীরে অক্সিজেন সিলিন্ডার বেঁধে অক্সিজেন মাস্ক পরিয়ে হাসপাতে নিয়ে আসেন।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: