রমজান উপলক্ষে কোস্টগার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

রমজান উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ কোস্টগার্ডের ব্যবস্থাপনায় কক্সবাজারের নুনিয়াছড়া, চকরিয়া থানাধীন বদরখালী, উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নে, রামু থানাধীন কুনিয়াপাড়া ইউনিয়নে, টেকনাফ থানাধীন বাহারছড়াতে মোট ৫৫০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল, ডাল, আটা, ছোলা ও লবণ বিতরণ করা হয়। কোস্টগার্ডের ব্যবস্থাপনায় পূর্ব জোনের অধীনস্থ কক্সবাজার, মহেশখালী, ইনানী, হিমছড়ি স্টেশন ও বাহারছড়া আউটপোস্টের পক্ষ থেকে এসব ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্টেশন কমান্ডার টেকনাফ লে. কমান্ডার মীর ইমরান উর রশিদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।