৪৫ কেজিতে পেঁয়াজের মন! রাজবাড়ীতে ৩ আড়তদারকে জরিমানা

খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী) : বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় পিয়াজ,আলু,মরিচ যে কোন নৃত্য প্রয়োজনীয় জিনিস ৪০কেজিতে মনে ক্রয় বিক্রয় হয় এটাই নিয়ম। কিন্তু রাজবাড়ীর বালিয়াকান্দিতে পিয়াজের মন ৪৫ কেজিতে এমন খবরে সত্যি অবাক হওয়ারই কথা। কাল্পনিক কোন গল্প নয় এটাই সত্যি। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ৪৫ কেজিতে পেঁয়াজের মন এমন খবর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। কৃষকের কাছ থেকে প্রতি মণে ২- ৩ কেজি পেয়াজ বেশি নেয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিন জন আড়তদারকে মোট ৩০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসে। বিষয়টি নিয়ে উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর পিয়াজ বাজারে কৃষকের কাছ থেকে প্রতি মণে ২-৩ কেজি পিয়াজ বেশি নেয়ার অপরাধে ভােক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী তিনজন আড়তদারকে বিরুদ্ধে মােবাইল কোর্ট পরিচালনা করে মােট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যান্য সকল বাজারে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় অভিযান। অব্যাহত থাকবে। সময় জনসাধারণ ও গ্রাম পুলিশদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় তিনি লকডাউন কার্যকর করতে জনসাধারণকে সচেতনতামুলক বক্তৃতা করেন। অভিযানে সহযােগিতা করেন, বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম ও গ্রাম পুলিশ সদস্যরা।