রংপুর মেডিকেলে ৫ সন্তানের জন্ম দিলেন এক মা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গাইবান্ধার এক মা এক সঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন। গত ১৯ এপ্রিল রাত সাড়ে ৮টায় হাসপাতালের গাইনি বিভাগে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দেন গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার শিরিকুল ইসলামের স্ত্রী আরজিনা বেগম(২৩)। বাচ্চাগুলোর প্রতিজনের ওজন গড়ে দেড় কেজি । বর্তমানে মা ও বাচ্চাগুলো সুস্থ আছেন।