ঐতিহাসিক মুজিবনগর দিবসের সূচনা

মুজিবনগর স্মৃতিসৌধে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের সূচনা করা হয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা আনসার ভিডিপি কমান্ডার রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নিরাবতা পালন ও দোয়া করা হয়।
করোনা পরিস্থিতির কারণে সরকার ঘোষিত লকডাউনে স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। সকাল ১০টার সময় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি।