শিরোনাম

South east bank ad

মুজিবনগর দিবসে আওয়ামী লীগের সীমিত কর্মসূচি

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতির কারণে আগামী শনিবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবসে সীমিত আকারে কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এদিন ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সব জেলা কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল সাড়ে ৯টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। সীমিত পরিসরে ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচিতে অংশ নেওয়া হবে।

এছাড়া মুজিবনগরে ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আওয়ামী লীগের পক্ষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: