শিরোনাম

South east bank ad

সঞ্চয়ী হিসাব এবং রক্ষণাবেক্ষণ ফি

 প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

সঞ্চয়ী হিসাব এবং রক্ষণাবেক্ষণ ফি

রিয়াজুল হক:

বর্তমান করোনা পরিস্থিতির কারণে ব্যাংক কর্মকর্তা মনজুরুল হক বেশ চ্যালেঞ্জ নিয়ে অফিস করছে। তবে ক্রিকেটের প্রতি আলাদা একটা টান রয়েছে। রাতের খাবার শেষে আইপিএলের খেলা দেখছিল। এমন সময় ছোট ভাই জহির রুমে এসে হাজির।

জহিরঃ ভাইয়া, আজকের ম্যাচে কি সাকিব আছে ?
মনজুরুলঃ হুম।

জহিরঃ জিতবে কোন দল?
মনজুরুলঃ কোলকাতা জিতে যাবে। কিছু বলবি?

জহিরঃ অনলাইন পোর্টালে হিসাব রক্ষণাবেক্ষণ ফি সম্পর্কে আজ একটা খবর দেখলাম।
মনজুরুলঃ কি দেখেছিস?

জহিরঃ ব্যাংকে যাদের সঞ্চয়ী হিসাব আছে, এই বছর তাদের হিসাবের বিপরীতে কি একবার হিসাব রক্ষণাবেক্ষণ ফি চার্জ করা হবে?

মনজুরুলঃ ঠিক, তাই। যাদের সঞ্চয়ী হিসাবে ১০ লক্ষ টাকা পর্যন্ত গড় আমানত থাকবে, তাদের হিসাবের বিপরীতে তফসিলি ব্যাংকগুলো এই বছর একবার হিসাব রক্ষণাবেক্ষণ ফি ( Account Maintenance Fee) আদায় করতে পারবে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার লেটার ইস্যু করা হয়েছে।

জহিরঃ তাহলে তো ভালোই হলো। আমারও একটা সঞ্চয়ী হিসাব আছে। খরচ কিছুটা কমে গেল।

মনজুরুলঃ বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনা করে ক্ষুদ্র আমানতকারীদের প্রণোদনা প্রদান এবং আমানত বৃদ্ধিতে উৎসাহিত করার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে।

জহিরঃ খুব ভালো উদ্যোগ।

মনজুরুলঃ আর কোন প্রশ্ন আছে?

জহিরঃ না, আর কোন জিজ্ঞাসা নাই।

মনজুরুলঃ দাড়িয়ে আছিস কেন? বসে খেলা দেখ।

জহিরঃ না, বসবো‌ না। অ্যাপ বানানোর কাজটা শেষ পর্যায়ে। আমি আমার রুমে গেলাম।

লেখকঃ রিয়াজুল হক, অর্থনৈতিক বিশ্লেষক এবং যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: