মেডিক্যালে চান্স না পেয়ে আত্মহত্যা

রাজধানীর মুগদা এলাকায় একটি সাততলা বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে তনিমা রহমান নেহা (২০) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানান তার স্বজনরা। মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত মৃত ঘোষণা করেন।
নেহার বাবা এম মিজানুর রহমান বলেন, গত ২ এপ্রিল মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নেয় তার মেয়ে, কিন্তু অকৃতকার্য হয়। তারপর থেকে সে আপসেট ছিল। ঢাবি ও ডেন্টালে ভর্তির জন্যও চেষ্টা করছিল। কিন্তু নেহার মাথায় কাজ করছিল কেন সে মেডিক্যালে ভর্তি হতে পারলো না।
তিনি আরও বলেন, মেডিক্যালে ভর্তি হতে না পেরে ভেঙে পরে নেহা। তারা দক্ষিণ মুগদায় সাততলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন। সন্ধ্যায় বাসার সবার অগোচরে সাততলার ছাদ থেকে লাফিয়ে পড়ে সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ঘোষণা করেন।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) নগেন্দ্র কুমার দাস জানান, ছাদ থেকে লাফিয়ে পড়ে নেহা নামে এক শিক্ষার্থী মারা গেছেন। স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে।