এমপি ছোট মনির দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত

দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন টাঙ্গাইল-২ (গোপালপুর—ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
শনিবার (৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে তার নমুনা সংগ্রহ করা হয়। রোববার (৪ এপ্রিল) তিনি করোনা আক্রান্ত শনাক্ত হন।
তানভীর হাসান ছোট মনির বর্তমানে ঢাকার নিজ বাসায় অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন এমপির বড় ভাই বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির।
গত বছর ২১ সেপ্টেম্বর প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন তানভীর হাসান ছোট মনির। পরে তিনি ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড মেডিক্যাল হাসপাতালে ভর্তি হয়ে ১৮ দিন চিকিৎসাধীন থেকে সুস্থ হন।