করোনা ভাইরাসে আক্রান্ত হানিফ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আজ রবিবার (৪ এপ্রিল) মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত কর্মকর্তা তারিকুল ইসলাম টুটুল জানান, স্যার এর করোনা পজিটিভ এসেছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ্য আছেন।
টুটুল আরো জানান, বর্তমানে কুষ্টিয়ায় নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন তিনি। এর আগে গত বছরের নভেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন।