কাল থেকে বন্ধ গণপরিবহন: যোগাযোগমন্ত্রী

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনের অংশ হিসেবে আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে রাজধানীসহ সারাদেশের গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (৪ এপ্রিল) নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি দেওয়া নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগামীকাল থেকে গণপরিবহন বন্ধ থাকবে। তবে পণ্যপরিবহন, জরুরিসেবা, জ্বালানি, ওষুধ, পঁচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র ও গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
এর আগে গতকাল শনিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সোমবার থেকে সারাদেশে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও প্রায় একই কথা জানান।