হিল প্লান্টেশনের ৩৬তম এজিএম অনুষ্ঠিত

হিল প্লান্টেশন লিমিটেডের (রামগড় চা-বাগান) ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানিটির চেয়ারম্যান হাসিনা খান। কোম্পানির এমডি নাদের খান, পরিচালক মতিউর রহমান, ইমরান খান ও ডা. শামীম খান, স্বতন্ত্র পরিচালক এমআর দে ও শাহদাত উল্ল্যা প্রমুখ সভায় যুক্ত ছিলেন।
এজিএমে ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ না দেয়া, স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুতি প্রভৃতি বিষয় অনুমোদিত হয় এবং খান ওহাব শফিকুর রহমান অ্যান্ড কোম্পানিকে পরবর্তী হিসাব বছরের জন্য নিরীক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়।