শিরোনাম

South east bank ad

স্কুল ব্যাগে মদ বিক্রি!

 প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

স্কুল ব্যাগে মদ বিক্রি!

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন বায়তুশ শরফ মাদ্রাসার সামনে থেকে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে মাদ্রাসার সামনে চেকপোস্টে তল্লাশি চালিয়ে পলাশ নাথ (২৬) নামের ওই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে স্কুল ব্যাগে করে ফিশারিঘাট থেকে মদ কিনে হালিশহর এলাকায় বিক্রি করে আসছিল পলাশ। সে মূলত দর্জির কাজ করে। গত এক বছর ধরে দর্জির কাজের আড়ালে মাদক বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: