স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আইসিএবির আলোচনা সভা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল এক আলোচনা সভার আয়োজন করে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। ইনস্টিটিউটের অডিটরিয়ামে আয়োজিত এ আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতিউর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইসিএবি প্রেসিডেন্ট মাহমুদউল হাসান খসরু এফসিএ, আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মারিয়া হাওলাদার এফসিএ ও মো. আবদুল কাদের জোয়াদ্দার এফসিএ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুভাশীষ বসু এবং আইসিএবির ঢাকা রিজিওনাল কমিটির সেক্রেটারি একেএইচ হাসিব সওদাগর প্রমুখ উপস্থিত ছিলেন।