বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বিএসটিআইয়ের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নিজস্ব চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার সংস্থার মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. নজরুল আনোয়ারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মহাপরিচালক শিল্প মন্ত্রণালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া মহাখালীতে কোয়ার্টার্স জামে মসজিদে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।