ভাষাশহীদ সালামের পরিবারকে রেভজল লুব্রিক্যান্টসের সম্মাননা প্রদান

মহান ভাষা আন্দেলনে জীবন উৎসর্গকারী শহীদ আব্দুস সালামের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবারকে সম্মাননা প্রদান করেছে রেভজল লুব্রিক্যান্টস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নোয়াখালীতে অনুষ্ঠিত ভাষা উৎসব ২০২১-এ শহীদ আব্দুস সালামের ভাই সুবেদার আব্দুর রফিকের হাতে সম্মাননা ও অনুদান তুলে দেন রেভজল লুব্রিক্যান্টসের হেড অব কান্ট্রি অপারেশন মোসদ্দেক হোসেন।