শিরোনাম

South east bank ad

নড়াইলে গতকাল সন্ধ্যায় ভাষা শহীদদের স্মরণে প্রজ্বলন করা হয় ১ লাখ মোমবাতি

 প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

নড়াইলে গতকাল সন্ধ্যায় ভাষা শহীদদের স্মরণে প্রজ্বলন করা হয় ১ লাখ মোমবাতি

‘অন্ধকার থেকে মু্ক্ত করুক একুশের আলো’ এই স্লোগান নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে ভাষা শহিদদের স্মরণে প্রজ্বালন করা হয়েছে ১ লাখ মোমবাতি। স্কয়ারের আর্থিক সহযোগিতায় নড়াইল একুশের আলো উদ্যাপন পর্ষদ-২০২১ ভাষা শহিদদের স্মরণে গতকাল রবিবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করে। ১৯৯৮ সাল থেকে নড়াইলে এভাবে একুশে ফেব্রুয়ারি পালন হয়ে আসছে। এবার অনুষ্ঠানটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উত্সর্গ করা হয়েছে।

সূর্যাস্তের পর নড়াইলের সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদের ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এই গান পরিবেশনের সঙ্গে সঙ্গে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বঙ্গবন্ধুর প্রতিকৃতি, শহিদ মিনার, জাতীয় স্মৃতি সৌধ, বাংলা বর্ণমালা, আলপনাসহ গ্রাম-বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হয় মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে। সেই সঙ্গে ভাষা দিবসের ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ৭০টি ফানুস উড়িয়ে দেন।

নড়াইল একুশের আলো উদ্যাপন পর্ষদের আহ্বায়ক প্রফেসর মুন্সি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা, নাট্যব্যক্তিত্ব কচি খন্দকার প্রমুখ। বক্তারা বলেন, আমাদের লক্ষ্য এই আলো পৃথিবীর সমস্ত ভাষা ও সংস্কৃতিকে আলোকিত করবে। দূর হবে সব অন্ধকার।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: