শিরোনাম

South east bank ad

উপজেলা পর্যায়ে সিনেমা হল নির্মাণে এক হাজার কোটি টাকার তহবিল গঠন করছে সরকার : প্রধানমন্ত্রী

 প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

উপজেলা পর্যায়ে সিনেমা হল নির্মাণে এক হাজার কোটি টাকার তহবিল গঠন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপজেলা পর্যায়ে সিনেমা হল নির্মাণে এক হাজার কোটি টাকার তহবিল গঠন করছে সরকার। আজ রবিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী চলচ্চিত্রের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও আহ্বান জানান।
মহামারি করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান। আজ রবিবার সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯-এর আসর। এবার ২৬টি শাখায় শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে এ পুরস্কার প্রদান করা হচ্ছে। যৌথভাবে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে অভিনয়শিল্পী সোহেল রানা ও সুচন্দাকে।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: