এম এ হাসেম এর জানাযা আগামীকাল বাদ জুম্মা গুলশান আজাদ মসজিদে
সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি এম এ হাসেম এর নামাজে জানাযা আগামীকাল (২৫শে ডিসেম্বর) শুক্রবার বাদ জুম্মা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে। করোনাভাইরাসের সংক্রমণ হওয়ার পর গত ১১ ডিসেম্বর এম এ হাসেমকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ ডিসেম্বর থেকে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গতকাল বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এম এ হাসেম ১৯৫৯ সালে ব্যবসা শুরু করেন। তিনি বিভিন্ন ব্যবসার পাশাপাশি বেসরকারি খাতের সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতাদেরও একজন। ব্যাংক দুটির চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেন। এছাড়া জনতা ইনস্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতাদেরও একজন তিনি। নোয়াখালী থেকে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যও ছিলেন এম এ হাসেম।
এমএ হাসেম সফল শিল্পোদ্যোক্তা, ক্রীড়ানুরাগী এবং সর্বোপরি একজন সমাজসেবী। রাজনীতিতে সংশ্লিষ্ট জনাব এম. এ. হাসেম অষ্টম জাতীয় সংসদে সদস্য হিসেবে অনন্য ভূমিকা পালন করেছেন। ১৯৫৯ সালে হাসেম টোব্যাকো নামে একটি বাণিজ্য প্রতিষ্ঠানই হয় তাঁর এগিয়ে চলার প্রথম পদক্ষেপ। একে একে ২০টির অধিক বিভিন্ন গতিশীল শিল্প উদ্যোগের মাধ্যমে গড়ে তুলেছেন বর্তমানের এই পারটেক্স গ্রুপ। যার সর্বশেষ উদ্যোগ প্রস্তাবিত পারটেক্স সুগার মিলস্ লিমিটেড। এম. এ. হাসেম ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স সেক্টরেও অগ্রগামীদের একজন। ২০০২ সালে জনতা ও সোনালী ব্যাংক কর্তৃক তিনি অন্যতম সেরা কাস্টমারের স্বীকৃতি অর্জন করেন। জনাব এম. এ. হসেম শিক্ষাকে করেছেন তাঁর মনোযোগের কেন্দ্রবিন্দু। সর্বক্ষেত্রে শিক্ষা প্রসার এবং উচ্চশিক্ষা সহজলভ্য করার জন্য দৃষ্টান্ত স্থাপনকারী উদ্যোগ দেশের প্রথম বেসরকারি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় নর্থ-সাউথ ইউনিভার্সিটির তিনি প্রতিষ্ঠাতা ডিরেক্টর এবং চেয়ারম্যান। এছাড়াও এম. এ. হাসেম নোয়াখালী ডিগ্রি কলেজ এবং এম. এ. হাসেম নোয়াখালী ডায়বেটিক সেন্টার প্রতিষ্ঠা করেন তিনি। মডার্ন এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট, উৎপাদনে গতিবৃদ্ধি ও মান নিয়ন্ত্রণ এবং পরিচালনা ক্ষমতাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে সুব্যবস্থাপনা গড়ে তোলার জন্য জনাব হাসেম পারটেক্স গ্রুপের সমস্ত উনিটকে পাঁচটি কমপ্লেক্সে বিভক্ত করেন। তাঁর দিক-নির্দেশনায় এবং পাঁচটি কমপ্লেক্সেও মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ও ব্যবসা প্রশাসনে বিদেশ থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত তাঁর পাঁচ পুত্রের গতিশীল নেতৃত্বে একদল সুদক্ষ ও অভিজ্ঞ ম্যানেজমেন্ট টিম চালনা করছেন এ বিশাল কর্মযজ্ঞ; যা দেশের অর্থনীতিতে রাখছে উল্লেখযোগ্য অবদান। করোনা মহামারীতে দেশ ও জনগনের পাশে ছিলেন এমএ হাসেম।