শিরোনাম

South east bank ad

নীতি ও আদর্শে মরহুম হান্নান খান ছিলেন আপসহীন ব্যক্তিত্ব: মোস্তাফা জব্বার

 প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মৃত্যুবার্ষিকী

মুক্তিযুদ্ধকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল হান্নান (এম এ হান্নান) খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।
জনাব এমএ হান্নান খান আজ বেলা ১২.৫৩ মি: ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)।এর আগে ব্রেন স্টোক কারণে তাকে সিএমএইচ ভর্তি করা হয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আজ রোববার এক শোক বার্তায় বলেন, মরহুম এম এ হান্নান নীতি ও আদর্শের প্রশ্লে ছিলেন আপসহীন ও প্রতিভাবান একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য ভূমিকা, বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যা মামলার তদন্তে প্রধান সমন্বয়ক হিসেবে তার অবদান অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হিসেবে তার অক্লান্ত পরিশ্রম ও একাগ্রতা ছিল তুলনাহীন। তিনি বলেন, এমএ হান্নান ছিলেন আমার পরিবারের একজন অতি আপন জন। তার মৃত্যুতে দেশ একজন মহান ব্যক্তিত্বকে হারালো আমরা হারিয়েছি আপন মহিমায় মহিমান্বিত আমাদের গৌরবের এক পরম সম্পদ । তার শূন্যতা কোনদিনও পূরণ হবার নয়।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

BBS cable ad

মৃত্যুবার্ষিকী এর আরও খবর: