বরেণ্য নাট্যজন আলী যাকেরের মৃত্যুতে ডিএসসিসি মেয়র তাপসের শোক
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দযোদ্ধা ও নাট্যজন আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নুর তাপস ।
আজ এক শোক বার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, "নাট্যজন আলী যাকেরের মতো এত বড় শিল্পীর মৃত্যু দেশের সংস্কৃতির জন্য বিরাট ক্ষতি।তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হলো।নাটকের মাধ্যমে তিনি যেকোন চরিত্র সাবলীলভাবে ফুটিয়ে তুলতে পারতেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাত্তর সাংস্কৃতিক আন্দোলনে ভূমিকার জন্য তিনি এদেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।"
ডিএসসিসি মেয়র শেখ ফজলে নুর তাপস শোক বার্তায় মরহুমের বিদেহ আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।