বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের এর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও প্রখ্যাত নাট্যজন আলী যাকের এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন । মন্ত্রী জানান, বহুমুখী প্রতিভার অধিকারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের অভিনেতা, পরিচালক, নির্দেশক, কলামিস্ট, নাট্য সংগঠক হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন। টেলিভিশন ও মঞ্চ নাটকে সমান জনপ্রিয় আলী যাকেরের অভিনয়ের মুন্সিয়ানা দর্শকের হৃদয় স্পর্শ করেছে। এ শক্তিমান অভিনেতার মৃত্যু বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি। অভিনয় ও সৃজনশীল কর্মের মধ্য দিয়ে তিনি এদেশের অগণিত দর্শক-শ্রোতাদের হৃদয়ে দীর্ঘকাল বেঁচে থাকবেন।
উল্লেখ্য, নন্দিত অভিনেতা আলী যাকের (৭৬) আজ ভোর আনুমানিক ০৬:৪০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগ ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।