শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক
জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি ।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন , ফজলুল হক মন্টু শ্রমিকদের অধিকার আদায়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করেছেন এবং মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। মন্টু তাঁর অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।