সাবেক শিক্ষক আব্দুর রহিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এমপি এনামুল হক
রাজশাহীর বাগমারা উপজেলার বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক আলহাজ্ব আব্দুর রহিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আব্দুর রহিম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
বুধবার বিকাল সাড়ে তিন টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তাঁর বাড়ি উপজলার ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর মহল্লায়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানাগেছে।
সাবেক শিক্ষক ও ব্যাংক কর্মকর্তা আব্দুর রহিম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ সহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।