শিরোনাম

South east bank ad

সাবেক নৌবাহিনী প্রধান মোহাইমিনুল ইসলাম এর মৃত্যুতে প্রতিরক্ষা সচিবের শোক প্রকাশ

 প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মৃত্যুবার্ষিকী

প্রাক্তন নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম, (এসএম), এনসিসি, পিএসসি (অবঃ) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি। প্রতিরক্ষা সচিব এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, তিনি মঙ্গলবার (১৪-০৭-২০২০) রাতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন যাবৎ কিডনী জনিত সমস্যায় ভূগছিলেন। গত ০১ জুলাই ২০২০ তারিখে তিনি করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৯ বৎসর। বুধবার বাদ আসর নৌসদর দপ্তর মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে মরহুমের লাশ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বনানীস্থ সামরিক কবরস্থানে দাফন করা হয়।
BBS cable ad

মৃত্যুবার্ষিকী এর আরও খবর: