মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সহধর্মিনীর মৃত্যুতে শিল্প প্রতিমন্ত্রীর শোক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির সহধর্মিনী লায়লা আর্জুমান্দ বানুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।
আজ এক শোক বার্তায় শিল্প প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ২৯ জুন সোমবার আনুমানিক সকাল ৭.৪৫ ঘটিকায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় লায়লা আর্জুমান্দ বানু ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।