শিরোনাম

South east bank ad

আজকের লাশটি খুবই কঠিন- মেয়র জাহাঙ্গীর আলম

 প্রকাশ: ২৫ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মৃত্যুবার্ষিকী

এক এক করে আপনজন হারিয়ে আমি ক্লান্ত। অনেকেই আমাকে প্রশ্ন করতো,আপনার রাজনৈতিক অভিবাবক কে,কোনদিন কাউকে বলি নাই। আমি তো জানি! কে আমার অভিবাবক,পিতা মাতা আমাকে জম্মদিয়েছেন,আর মামা আমাকে লালন পালন করে মেয়র পর্যন্ত বানিয়ে চলে গেলেন আমাকে অভিবাবক শুন্য করে। করোনার মহামারীতে নগরের এপাশ থেকে ঐ পাশ পর্যন্ত অভিরাম ছুটে চলি আমি। লাশের কফিন নিয়ে সব সময় বেড়াই। নিজের সাথে কাফনের কাপড় নিয়ে চলি। বর্তমান সময়টা আমার জন্য চ্যালেঞ্জ,গাজীপুর বাসীকে রক্ষা করার দায়িত্ব নিয়েছি। আশা করি আপনাদের সহযোগিতায় ও আল্লাহর রহমতে পারবো। প্রতিদিন আমি লাশ হাতাই,আজকের লাশটি বহন করা বা হাতানো খুবই কষ্টের। জীবনের কঠিন সময় পাড় করছি,জানিনা এর শেষ কোথায়। গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মামা শফিকুল আলমের জানাজায় দাড়িয়ে আবেগপ্রবণ হয়ে এমনই বাক্য উচ্চারণ করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। মামা হারানো শোকে অঝোরে কাঁদলেন দেশের বৃহত্তর সিটির এই মেয়র। নিজের সংসার ও ছেলে মেয়র মতো ভালোবাসতেন আমাকে,কখনও বুজতে দেন নি বাবা হারানো বেদনা,প্রায় তিন বছর আগে বাবাকে হাড়িয়েছি। এতিম হয়ে গেছে আমি। আমি তাকালে তিনি বুজতেন কি করতে হবে, তদুপরি তিনিও তাকালে বুজতাম কি করা লাগবে। আজকের এই দিনে আমার গার্ডিয়ান হিসেবে তাকে মাফ করে দিবেন,এই শহরের সকল নাগরিক আমার গার্ডিয়ান। আপনারা হয়তো অনেকেই জাননেন না,তিনি কত বড় মাপের একজন শিক্ষক । আল্লাহ রাসুলের পরে আমার শিক্ষক আমার মামা। তিনি কখনও কোন অন্যায়কে আশ্রয় প্রশ্রয় দিতেন না। মেয়র আরো বলেন,আমার মামা ও আমি চৌরাস্তায় বড় হয়েছি,সেখানে জানাজা হওয়ার কথা ছিল। দেশের এই পরিস্থিতির কারনে আমরা স্বল্প পরিসরে আয়োজন করেছি। নগরের প্রতিটি মসজিদে তার জন্য দোয়া ও মিলাদের ব্যবস্থা করা হবে। তার ৩ টি সন্তান আছ,তাদের জন্য ও আমার জন্য সকলের কাছে দোয়া চাই। মেয়র সর্বপরি বলেন,আমার মামার কাছে কেউ পাওনা থাকলে আমি পরিশোধ করে দিবো,যদি মামা কারো কাছে পেয়ে থাকেন,তাহলে আমরা ক্ষমা করে দিয়েছি। জানাজায় আরো উপস্থিত ছিলেন,গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডঃ আজমত উল্লাহ খান, সিনিয়র সহ সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, সহ সভাপতি এ্যাডঃ ওয়াজ উদ্দিন মিয়া,গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম মোকছেদ আলম, গাজীপুর মহানগর জাতীয় পাটির সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার মিয়া,কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আমানত হোসেন খান,কালিয়াকৈর উপজেলার সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রাসেল,গাজীপুর মহানগর শ্রমিকলীগের আহবায়ক আব্দুল মজিদ বিএসসি, নগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদির মন্ডল,গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মনিরুজ্জামান মনির সহ সর্ব দলীয় নেতৃবৃন্দ সহ দেশ বরন্য আলেম ওলামা ও সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্মকর্তা বৃন্দ।
BBS cable ad

মৃত্যুবার্ষিকী এর আরও খবর: