সুরকার আজাদ রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী আজাদ রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার (১৬ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী সংগীতে আজাদ রহমানের অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ করেন।
তিনি বলেন, ‘তার (আজাদ রহমান) মৃত্যুতে দেশের সংগীত জগতে এক শূন্যতার সৃষ্টি হলো।’
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজাদ রহমানের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘মনেরও রঙে রাঙাব’, ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’, ‘এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি’সহ বহু গানের সঙ্গে জড়িয়ে ছিলেন আজাদ রহমান। কোনোটির সুরকার তিনি, আবার কোনোটির সংগীত পরিচালক।