চলে গেলেন ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

ঢাকা : ইলেকট্রিক, ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্সের দেশি প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম আর নেই।
গতকাল রোববার রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
ওয়ালটন গ্রুপের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, আজ সোমবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ওয়ালটন গ্রুপের করপোরেট কার্যালয়ে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর বেলা সাড়ে ১১টায় গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন কারখানায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
বাদ আসর টাঙ্গাইলের গোসাইজোয়াইরে মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।