মণি সিংহের মৃত্যুবার্ষিকী আজ

সিপিবির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ১৯৯০সালের ৩১ ডিসেম্বর তিনি পরলোকগমন করেন। এ উপলক্ষে সিপিবি ও কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটি সাত দিনের কর্মসূচি পালন করছে।
কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাজানিয়েছেন।
উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম স্থপতি কমরেড মণি সিংহের জন্ম ১৯০১ সালের ২৮ জুলাই নেত্রকোনার সুসং দুর্গাপুরে। ১৯২৮ সালথেকে কমিউনিস্ট পার্টির সার্বক্ষণিক কর্মী হিসেবে কাজ শুরু করেন তিনি। ১৯৪৭ সালের দেশ বিভাগের পর রাজনৈতিক কর্মী হিসেবে বিভিন্নআন্দোলনে জড়িত থাকায় বেশ কয়েকবার জেলে যেতে হয় তাকে। ১৯৫১ সালে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হনতিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে তাকে প্রবাসী অস্থায়ী সরকারের উপদেষ্টা করা হয়। শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও শোষণমুক্তসমাজের আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামেও অগ্রগামী ছিলেন তিনি।
দিনটি উপলক্ষে আজ সকাল সাড়ে ৭টায় রাজধানীর পোস্তগোলায় কমরেড মণি সিংহ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবে সিপিবিসহ বিভিন্ন সংগঠন।কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে সুসং দুর্গাপুরে ৭ দিনব্যাপী 'কমরেড মণি সিংহ মেলা' আজ শুরু হচ্ছে।