আলহাজ্ব মুস্তাফিজুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

সন্দ্বীপ থেকে পর পর দুবার নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সাংসদ ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের প্রতিষ্ঠাতা দ্বীপবন্ধু আলহাজ্ব মুস্তাফিজুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে কোরআন খানি, মিলাদ মাহফিল ও দুস্থ ব্যাক্তিদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে এবং সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের প্রধান কার্যালয়ে কোরআন খানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান একাধারে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, বাংলাদেশ কমার্স ব্যাঙক, রূপালী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, বাংলাদেশ কমার্স ব্যাংক, রূপালী জেনারেল ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ ছাড়াও বহু আর্থিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।