ডা. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী আজ

ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৮৯ সালের এই দিনে তিনি মারা যান। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দিনটিকে ‘ডায়াবেটিক সেবা দিবস’ হিসেবে পালন করবে। সমিতি দিবসটি ঘিরে বারডেম ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলো আজ বিভিন্ন কর্মসূচি পালন করবে।
ডা. মোহাম্মদ ইব্রাহিম ১৯৬৫ সালে ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করেন যা বর্তমানে বারডেম হাসপাতাল নামে পরিচিত। তার পুরো নাম শেখ আবু মোহাম্মদ ইব্রাহিম। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর ইউনিয়নের খাড়েরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ মৌলবি মুহম্মদ কিসমতুল্লাহ এবং মায়ের নাম আজিম-উন-নিসা বিবি। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ১৯৩৮ সালে তিনি ডাক্তারি পাস করেন।
ডা. ইব্রাহিম ১৯৬৩ সালে চিকিৎসাশাস্ত্রে বিশেষ অবদানের জন্য পাকিস্তান সরকার তাকে সিতারা-ই-খিদমত উপাধিতে ভূষিত করে। ১৯৮৪ সালে তিনি জাতীয় অধ্যাপক হন এবং দেশে তিনিই প্রথম চিকিৎসাবিদ যিনি এই মর্যাদা পান। ১৯৮৫ সালে বাংলা একাডেমির ফেলো নির্বাচিত হন এবং একই বছর চিকিৎসা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মাহবুব আলী খান পুরস্কার লাভ করেন। ১৯৮৬ সালে জর্ডানে অবস্থিত ইসলামিক একাডেমি অব সায়েন্সেস প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদানের জন্য তাকে প্রতিষ্ঠাতা ফেলো নির্বাচিত করা হয়। অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম ১৯৮৬ সালে চিকিৎসাবিজ্ঞান ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য কুমিল্লা ফাউন্ডেশনের স্বর্ণপদক লাভ করেন। ১৯৮৭ সালে খান বাহাদুর আহসানউল্লাহ স্মারক স্বর্ণপদক, ১৯৮৯ সালে ইসলামিক ফাউন্ডেশনের স্বর্ণপদক এবং ১৯৯১ সালে চিকিৎসা েেত্র বিশেষ অবদানের জন্য মওলানা আকরম খাঁ স্মারক স্বর্ণপদক লাভ করেন।