সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক

সাবেক আইনমন্ত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।
মন্ত্রী আজ বুধবার এক শোকবার্তায় বলেন,বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রাজনীতি ও আইনী অংগনে এডভোকেট আব্দুল মতিন খসরুর একনিষ্ঠ অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তিনি তাঁর কর্মের মাঝে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবেন।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।#