কাজী আমিনুল ইসলামের মৃত্যুতে বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির শোক প্রকাশ

আমিন জুয়েলার্স লিমিটেডের কর্ণধার আলহাজ কাজী সিরাজুল ইসলামের জ্যেষ্ঠপুত্র আমিন জুয়েলার্স লিমিটেডের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি কাজী আমিনুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় জাদুঘর ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা পর্ষদের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির উপদেষ্টা অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির চেয়ারম্যান ও সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মেজবা উদ্দিন আহমেদ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন সফল উদ্যোক্তা শিল্পপতি ও তরুণ ব্যবসায়ী কাজী আমিনুল ইসলামের অকাল মৃতুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরম করুণাময় মহান আল্লাহর দরবারে তাকে বেহেস্তবাসী করতে প্রার্থনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সাথে সাথে প্রার্থনা করেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ যেন তাদের শোক সইবার শক্তি দেন।
উল্লেখ্য আমিনুল ইসলাম গত ৫ এপ্রিল ২০২১ সোমবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।