বিশিষ্ট ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি'র শোক

বিশিষ্ট ব্যবসায়ী, সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি।
বাণিজ্যমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় টিপুমন্ত্রী বলেন, জয়নুল হক সিকদার মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ, সফল শিল্প-উদ্যোক্তা হিসেবে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা, সমাজসেবায় বিশেষ অবদান প্রভৃতি কারণে দেশবাসীর নিকট স্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার আজ বুধবার সংযুক্ত আরব আমিরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।