রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল এনার্জিপ্যাক

শিল্প উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৮ অর্জন করেছে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের এমডি এনামুল হক চৌধুরী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প মন্ত্রণালয়ের সচিব কেএম আলী আজম এবং এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত ছিলেন।