ইউনিভার্সেল মেডিকেল ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মধ্যে চুক্তি
রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মধ্যে দ্বিপক্ষীয় করপোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তিতে স্বাক্ষর করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এমডি ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এবং ইআরএফের সভাপতি শারমীন রিনভী।
এ সময় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী, এজিএম একেএম সাহেদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ আমিনুল ইসলাম সুমন, ইআরএফের সাধারণ সম্পাদক এম রাশেদুল ইসলাম এবং অর্থ সম্পাদক মো. রেজাউল হক কৌশিক প্রমুখ উপস্থিত ছিলেন।