শিরোনাম

South east bank ad

মহিলা কর্পোরেট কর্মীদের জন্য প্রাণ-আরএফএল গ্রুপের “সি মিট” ইভেন্ট

 প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

গত সপ্তাহে, প্রাণ-আরএফএল গ্রুপ তার মহিলা কর্পোরেট কর্মীদের জন্য “সি মিট” নামে একটি মনোমুগ্ধকর ইভেন্ট আয়োজন করেছিলো। এই ইভেন্টে নারী কর্মীরা একসাথে আসেন এবং নিজেদের পার্সোনাল কেয়ারের জন্য যেসব পণ্য ব্যবহার করেন সেই সম্পর্কিত অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়া ইভেন্টে তাদের জন্য ছিলো ফ্রি কফি ও মাজাদার চকলেটের খাওয়ার ব্যবস্থা। এর সাথে ছিলো ফ্রি হেলথ চেকাপের ব্যবস্থা এবং গুডলাক, লিভানা, স্টেসেফ, ট্রিট, ওয়াকার ও উইনার ব্র্যান্ডের প্রোমোশনাল অফার।
প্রাণ-আরএফএল গ্রুপ কে সাফল্যের দিকে এগিয়ে নিতে নারী কর্মীদের একাগ্রতা এবং কঠোর পরিশ্রমকে প্রাণ-আরএফএল গ্রুপ সব সময়ই সম্মান জানায়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: