শিরোনাম

South east bank ad

শাহ্ সিমেন্ট হাউজফুল অফার ২০১৯ কার্যক্রমের ক্লোজিং সেরিমনি অনুষ্ঠিত

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

শাহ্ সিমেন্ট হাউজফুল অফারের সময়কাল বিগত ৪ বছর ধরে ডিস্ট্রিবিউটর, রিটেইলার, ইউজার সকলের উৎসবের মৌসুম হিসেবে উৎযাপিত হয়ে আসছে। তবে এবছর করোনা পরিস্থিতিতে, ভিন্ন প্রেক্ষাপটে শাহ্ সিমেন্ট হাউজফুল অফার ২০১৯ কার্যক্রমের ক্লোজিং সেরিমনি স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজিত হয়। শাহ্ সিমেন্ট হাউজফুল অফার ২০১৯ এর মেগা পুরস্কার বিজয়ী হলেন গাজীপুর নিবাসী জনাব এম ই এইচ আরিফ, প্রিন্সিপাল, এম এই এইচ কলেজ, কোনবাড়ী, গাজীপুর। 118118668_3934590699886491_5539021635752849413_o 118163662_3934590803219814_155591004345459780_o 118174650_3934590749886486_1871732743395435496_o ২৮শে আগস্ট, শুক্রবার সীমিত আয়োজনের এই অনুষ্ঠানে শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিঃ এর সম্মানিত ডিস্ট্রিবিউটর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সৌভাগ্যবান বিজয়ী জনাব এম ই এইচ আরিফ এ হাতে গাড়ির চাবি তুলে দেয়া হয়।
BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: