দ্রুতই প্রতিশ্রুতি পালন করলো এস আলম গ্রুপ : চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে আইসিইউ বেড, ভেন্টিলেটর ও হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা হস্তান্তর
এস আলম গ্রুপের পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তার জন্য ৫০০ টি পিপিই, চিকিৎসকদের ডিউটি রুমের জন্য ২ টি ২ টনের এসি, ২ টি নমুনা কালেশন বুথ প্রদান করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোয়ারান্টাইন এ থাকা চিকিৎসকদের খাওয়ার জন্য নগদ ১ লক্ষ (১০০০০০) টাকা, ১ টি ২ টনের এসি, ২ টি নমুনা কালেকশন বুথ প্রদান করেছে এস আলম গ্রুপ।
বিআইটিআইডির চিকিৎসকদের ডিউটি রুমের জন্য ১ টি ২ টনের এসি, ২ টি নমুনা কালেকশন বুথ ও চট্টগ্রামের ১৪ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে ৫০ টি করে ৭০০ পিপিই প্রদান করা হয়।
ইতি মধ্যে চট্টগ্রামে করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়া ও রোগীর মৃত্যুর হার বেড়ে যাওয়ার কারনে সাইফুল আলম (মাসুদ) চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের জন্য চট্টগ্রামবাসীর চিকিৎসা সেবার জন্য অপ্রতুল আই ,সি ,ইউ বেড,ভেন্টিলেটর, ও হাই ফ্লো ন্যাসাল ক্যানুলার কথা উল্লেখ করে সরবরাহের সিদ্ধান্ত নেন।
এছাড়াও বিএমএ এর চাহিদা মোতাবেক চট্টগ্রামের করোনা রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর জন্য ৪ টি ভেন্টিলেটর, ৪ টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য ২ টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জন্য ২ টি ভেন্টিলেটর ও ২ টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা প্রদানের সিদ্বান্ত নেন। আজ সেগুলে প্রথ্যেকটি হাসপাতালকে বুঝিয়ে দেওয়া হয়।
আমেরিকার তৈরি ফিলিপস্ ব্যান্ডের ভেন্টিলেটর যার প্রতিটির মূল্য ২৭,৫০০০০/ টাকা এবং নিউজিল্যান্ডের তৈরী এয়ারবু হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা যার প্রতিটির মুল্য ১৫,০০০০০/ টাকা
তাছাড়া গতকাল ঢাকা মেডিকেলে একটা ভেন্টিলেটর ও মুগদা মেডিকেলে একটা ভেন্টিলেটর দেওয়া হয়েছে।
এর আগে ধানমণ্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে মোট আটটি ভেন্টিলিটরযুক্ত আইসিইউ শয্যা বুঝিয়ে দেওয়া হয়। এগুলোর মূল্য আড়াই কোটি টাকারও বেশি ।


