ক্যাশলেস বাংলাদেশ গঠনে ফরিদপুরে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ইসলামী ব্যাংকের

ক্যাশলেস বাংলাদেশ গঠনের লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনায় ফরিদপুরে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে গতকাল সকালে সরকারি রাজেন্দ্র কলেজ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের এএমডি মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।