মার্কেন্টাইল ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এমবিটিআই) আয়োজনে সম্প্রতি চট্টগ্রাম ক্লাবে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শাখার ২৭০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে একটি সেশন পরিচালনা করেন কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক মো. আরিফুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও ক্যামেলকো শামীম আহমেদ। এছাড়া বক্তব্য দেন ডিএমডি ও আইসিসিডি প্রধান অসীম কুমার সাহা এবং চট্টগ্রাম অঞ্চলের প্রধান ও ইভিপি মেজবাহ উদ্দিন আহমেদ। কর্মশালায় একটি সেশন পরিচালনা করেন ইভিপি ও ডিক্যামেলকো আবু ইউসুফ মো. আব্দুল্লাহ হারুন। সঞ্চালনায় ছিলেন এমবিটিআই অধ্যক্ষ জাভেদ তারিক।