মধুমতি ব্যাংকের সঙ্গে এমএইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের চুক্তি স্বাক্ষর

মধুমতি ব্যাংক পিএলসির সঙ্গে রাজধানীর এমএইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মধুমতি ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম এবং এমএইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. মো. আব্দুল জলিল আনসারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের এএমডি শাহনেওয়াজ চৌধুরী এবং ডিএমডি ও প্রধান ঝুঁকি কর্মকর্তা আরব ফজলুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় এমএইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ভর্তি, টিউশনসহ অন্যান্য ফি সংগ্রহ এবং কর্মকর্তা-কর্মচারীদের পে-রোল ব্যাংকিং সুবিধা প্রদান করবে মধুমতি ব্যাংক।