শিরোনাম

South east bank ad

পিকেএসএফের চেয়ারম্যান পদেও বদল

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

পিকেএসএফের চেয়ারম্যান পদেও বদল

সরকার বদলের পর আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মতো পল্লী কর্ম-সহায়ক ফাইন্ডেশন, পিকেএসএফের চেয়ারম্যানও বদলে দেওয়া হয়েছে। সরকারি এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে সাবেক অতিরিক্ত সচিব ড. শেখ আবদুর রশীদকে। নিয়োগের দিন থেকে পরবর্তী তিন বছরের জন্য তিনি চেয়ারম্যান হিসেবে থাকবেন। তিনি পিকেএসএফের অষ্টম চেয়ারম্যান হবেন।

গতকাল অর্থ মন্ত্রণলয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আমিন শরীফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সংঘবিধির অনুচ্ছেদ ৬(ই) এবং অনুচ্ছেদ ৫২-তে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. শেখ আবদুর রশীদ (পরিচিতি নং-১৫৩০)-কে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য পিকেএসএফের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।’

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করতে নির্দেশনা দেওয়া হয়। এদিকে অর্থ মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পিকেএসএফের চেয়ারম্যান পদ থেকে ড. এম খায়রুল হোসেনের পদত্যাগপত্র গত ১২ আগস্ট থেকে কার্যকর হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে সরকার তিন বছরের জন্য খায়রুল হোসেনকে পিএকেএসএফের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক খায়রুল হোসেনের আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসির সবচেয়ে দীর্ঘকালের চেয়ারম্যান ছিলেন। তার সময়ে বাজারে সবচেয়ে বেশি বিতর্কিত ও লোকসানি কোম্পানি তালিকাভুক্ত হয়।

এসব কোম্পানি তালিকাভুক্তিতে আর্থিক অনিয়ম হয়েছে দাবি করে সবগুলোর বিষয়ে তদন্ত করার দাবি করেছিলেন সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু। খায়রুল হোসেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশেরও (আইসিবি) চেয়ারম্যান ছিলেন।

কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসইভাবে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান পিকেএসএফ গড়ে তোলে সরকার। প্রতিষ্ঠানটি বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে দেশব্যাপী আর্থিকসহ নানা সেবা দিয়ে থাকে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: