বার্জার পেইন্টস-প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকের সুবিধার্থে সম্প্রতি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও প্রাইম ব্যাংক পিএলসি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
এর মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা বার্জার পেইন্টসের এক্সপ্রেস পেইন্টিং, ইলিউশন ও ইন্টেরিয়র ডিজাইন কনসালট্যান্সি সেবাগুলোয় অগ্রাধিকার ও আকর্ষণীয় ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। একই সঙ্গে বার্জার এক্সপেরিয়েন্স জোন থেকে সেবা গ্রহণকারী গ্রাহকরা প্রাইম ব্যাংক থেকে বিশেষ সুবিধা পাবেন।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামস আব্দুল্লাহ মুহাইমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ বিজনেস অফিসার একেএম সাদেক নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।