শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধু টানেল প্রকল্পে ১১৮২ টন এসি স্থাপন করবে ওয়ালটন

 প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বঙ্গবন্ধু টানেল প্রকল্পে ১১৮২ টন এসি স্থাপন করবে ওয়ালটন

কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের আওতাধীন ইস্ট ব্যাংক সার্ভিস এরিয়ায় (ইবিএসএ) ১ হাজার ১৮২ টন এসি সরবরাহ ও স্থাপন করবে ওয়ালটন।

এ লক্ষ্যে বঙ্গবন্ধু টানেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। চট্টগ্রামের কর্ণফুলী টানেল প্রকল্প কার্যালয়ের কনফারেন্স হলে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এবং বঙ্গবন্ধু টানেল প্রকল্প কর্তৃপক্ষের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আনজুম, ওয়ালটন এসির ডেপুটি চিফ বিজনেস অফিসার (ডিসিবিও) সন্দীপ বিশ্বাস, এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ তানভীর, অপারেটিভ ডিরেক্টর মো. মুহাইমিনউল বারি, ডিপুটি অপারেটিভ ডিরেক্টর আসাদুজ্জামান, সিনিয়র ডেপুটি ডিরেক্টর আবুল বাশার, ডিপুটি ডিরেক্টর মোখলেসুর রহমান (মামুন) প্রমুখ। 

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: