শিরোনাম

South east bank ad

সৈয়দ মোয়াজ্জাম হোসেন এবিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সৈয়দ মোয়াজ্জাম হোসেন এবিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত

সৈয়দ মোয়াজ্জাম হোসেন ২০২৩-২৫ মেয়াদের জন্য অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এবিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি এসএমএইচ ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এসএমএইচ নিউ জেনারেশন অ্যাপারেলস লিমিটেড এবং এসএমএইচ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সদ্য সাবেক পরিচালক এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই), বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্ট অ্যাসোসিয়েশন (বিআইএএ) এবং বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের (বিআরজিওএ) সাবেক সভাপতি। 

অন্যদিকে জোবায়ের তানসিম আহমেদ অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বারের মহাসচিব নির্বাচিত হয়েছেন। তিনি শাহ ফতেহুল্লাহ টেক্সটাইল মিলস লিমিটেড, জালাল আহমেদ স্পিনিং মিলস লিমিটেড, জেনভিও ফার্মা লিমিটেডের পরিচালক। তিনি বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের সঙ্গেও যুক্ত। 

অন্য নির্বাচিত বোর্ড সদস্যরা হলেন দীপক কুমার বড়াল (সহসভাপতি), জামিলুর রহমান (সাংগঠনিক সম্পাদক) মোহাম্মদ তাহেরুল হক (কোষাধ্যক্ষ), এরিক স্যামসন চৌধুরী (পরিচালক), নাবিল ইসা (পরিচালক), ইকবাল হোসেন (পরিচালক), মো. সামসুল আলম মল্লিক (পরিচালক), শুভাশিস চাকমা (পরিচালক) এবং মো. আল আমিন (পরিচালক)।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: