ক্যান্সার রোগীর পাশে এম এ রাজ্জাক খান রাজ

ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়েছেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের ভাইস-প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য এম এ রাজ্জাক খান রাজ সিআইপি। তিনি নিজে মুমূর্ষু রোগীর বাড়িতে গিয়ে অর্থ সহায়তা প্রদান করেন।
দীর্ঘ ৪ বছর ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত বড় গাংনী ইউনিয়নের মুশাইনগর পুরাতন জামে মসজিদ পাড়ার আব্দুল মজিদের মেয়ে মিতা খাতুন। চিকিৎসা করাতে করাতে বর্তমানে তার পরিবার প্রায় নিঃস্ব। এ অবস্থায় এগিয়ে আসেন এম রাজ্জাক খান রাজ। সংবাদটি শুনে তিনি ছুটে যান আসমান খালি মুসাই নগর গ্রামে ক্যান্সার আক্রান্ত অসুস্থ মেয়েটিকে দেখতে। মেয়েটির চিকিৎসায় যেন কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য তিনি পরিবারটিকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এসময় তিনি বলেন, আমার জেলার একটি মানুষও যেন চিকিৎসাবিহীন মৃত্যুবরণ না করে সেই লক্ষ্যকে সামনে রেখে নিরলস কাজ করছি। চুয়াডাঙ্গাবাসীর যে কোনো প্রয়োজনে আমার দরজা সবসময় খোলা।